আবারো একটি মর্মান্তিক ঘটনা, আর আবারও রাজ্যটি উত্তর প্রদেশ। রাস্তা দিয়ে যাচ্ছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কনভয়। সেই কনভয় যাওয়ার সময় বিধিনিষেধে আটকে পড়ে শুক্রবার রাতে মৃত্যু হল এক মুমূর্ষ মহিলার। ঘটনাটি ঘটেছে কানপুর দেহাত জেলায়। কানপুরের এই ঘটনার জন্য তার পরিবারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসেছে উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলায় নিজের গ্রামে গিয়ে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে যখন তিনি যাচ্ছিলেন তখন তার বিশাল বড় কনভয় রাস্তা আটকে চলেছিল।
অন্যদিকে শুক্রবার রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর কানপুর শাখার সদস্য বন্দনা মিশ্র। বছর পঞ্চাশের ওই মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার পরিবার-পরিজনেরা। কিন্তু সেই সময় রাস্তায় রাষ্ট্রপতির কনভয় চলে আসার কারণে ওই রোগীর গাড়িটি আটকে দেওয়া হয় পুলিশের দ্বারা। ফলে, বন্দনা দেবীকে হাসপাতালে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরবর্তীতে কানপুর পুলিশের সুপার অসীম অরুণ টুইট করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন, "বন্দনা মিশ্রর মৃত্যুর ঘটনায় কানপুর পুলিশ এবং আমার তরফ থেকে ক্ষমা চাইছি। ভবিষ্যতের জন্য এটা আমাদের বড় একটা শিক্ষা। আমরা প্রতিজ্ঞা করছি এমন ব্যবস্থা করবো যাতে নাগরিকদের নূন্যতম সময় ব্যয় হয় এবং এই ধরনের ঘটনা আর না ঘটে।" এই ঘটনায় ব্যথিত রাষ্ট্রপতি। তিনি পুলিশ আধিকারিক দের কাছ থেকে এই ঘটনার সম্পূর্ণ খোঁজখবর নিয়েছেন এবং তার সমবেদনা বার্তা বন্দনা দেবীর পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বন্দনা মিশ্রের অন্ত্যেষ্টিতে শামিল হয়ে দুজন পুলিশ আধিকারিক তাদের কাছে রাষ্ট্রপতির বার্তা প্রেরণ করেছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং গাফিলতির অভিযোগ একজন সাব-ইন্সপেক্টর এবং তিনজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।