মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থা যখন টালমাটাল তখন ফের হিন্দুত্বের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নামে যে শহর ঔরঙ্গাবাদ, তার নাম এবার বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রীসভার বৈঠকে। ঔরঙ্গাবাদ নয় এবার ছত্রপতি শিবাজির ছেলে শম্ভাজির নামে শম্ভাজিনগর হতে চলেছে ওই এলাকার নাম।
সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলে বৃহস্পতিবারই আস্থাভোটের সম্মুখীন হতে হবে উদ্ধব ঠাকরেকে। আর তার আগে বুধবার এই সিদ্ধান্ত গৃহীত হল পাশাপাশি ইস্তফার ইঙ্গিতও দিলেন আজকের বৈঠকে। একইসাথে বদলানো হয়েছে অসমানাবাদ শহরের নামও। এবার ঐ শহর হবে দারাশিব। এই সিদ্ধান্ত যে নিজের হিন্দুত্ববাদ প্রমানের মরিয়া চেষ্টার ফসল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সুত্রের খবর, এই প্রস্তাবে একেবারেই গররাজি ছিল শিবসেনার জোটসঙ্গী এনসিপি। তবে এদিনের বৈঠকের শেষ তিন মিনিটে আবেগপ্রবণ ঠাকরে কংগ্রেস ও এনসিপিকে ধন্যবাদ জানায় পাশে থাকার জন্য। শিব সেনা সূত্রের খবর সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করছে উদ্ধবের ভাগ্য। সুপ্রিম কোর্টের রায় অনুকূলে না গেলে ইস্তফা দিতে পারেন উদ্ধব, এমনটই ইঙ্গিত করেছেন তাঁর ছেলে।