কাশ্মীরে জঙ্গিদমনে ফের বড় সাফল্য পেল ভারতের নিরাপত্তারক্ষীরা। ভোররাতের এনকাউন্টারে লস্কর কমান্ডার আবু হুরাইয়া এবং আরও দুই জঙ্গি মারা যায় যাদের পরিচয় এখনো জানা যায়নি। জঙ্গিদের মধ্যে আরও কেউ এখনো কোথাও লুকিয়ে আছে কিনা, তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিরাপত্তারক্ষীরা সুস্থ আছেন এবং কোনোপ্রকার জখম বা আঘাতপ্রাপ্তির কথা জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, দক্ষিন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ পেয়ে আর দেরি না করে ভোররাত থেকেই তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। আঁচ পেয়ে জঙ্গিরাও সতর্ক হয়। অপারেশন চালু হতেই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গোলাগুলি চালাতে থাকে সশস্ত্র জঙ্গিরা। পাল্টা নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রথমে খতম হয় দুই জঙ্গি। তারপরেই এনকাউন্টারে খতম করা হয় লস্কর কমান্ডার আবু হুরাইয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ই জুলাই এই পুলওয়ামাতেই একইভাবে গোপনে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করে জওয়ানরা। পরপর এই প্রকার ঘটনা লক্ষ্য করায় এখন পুরো এলাকাই ঘিরে ফেলা হয়েছে কঠিন নিরাপত্তার বলয়ে। আরও কেউ কোথাও গা ঢাকা দিয়ে আছে কিনা, খতিয়ে দেখছেন জওয়ানরা।