আরও একবার গোলাগুলির ভয়াবহতায় কেঁপে উঠলো কাশ্মীর। গতরাতে ভারতীয় সেনাবাহিনীর সাথে পাক জঙ্গিগোষ্ঠীর গুলির লড়াইয়ে ভারতসেনার বীর বিক্রমে নিকেশ হল তিন জঙ্গি, যাদের মধ্যে একজন ছিলেন লস্কর-ই-তৈবার শীর্ষ নেতৃত্ব, এমনটাই খবর জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে।
ঠিক কি ঘটেছিল? জানা গেছে সোপোরের গোপন ডেরায় আশ্রয় নিয়ে হামলা চালানোর ছক কষছিল লস্কর শীর্ষ নেতা সহ বাকি জঙ্গিরা। গত ১২ই জুন জঙ্গিগোষ্ঠী কাশ্মীর-পুলিশের ওপর হামলা চালায়। সেই রেশ ধরেই এদিন গোপনে অভিযানে নামে সিআরপিএফ, সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। চিহ্নিত করতে পেরেই শুরু হয় গুলির লড়াই। লস্করপ্রধাণ ও আরও দুই জঙ্গির নিকেশ হওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ই জুন বারামুলার সোপোরের আরামপোরা গ্রামে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় ৩ জন পুলিশকর্মী, ২ জন কাউন্সিলর এবং ২ জন সাধারণ মানুষ প্রাণ হারান। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করে এই ঘটনার নিন্দা করেন। ঘটনার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন জম্মু- কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও।