করোনাকালীন লকডাউনের ধাক্কায় বিগত দুটি ত্রৈমাসিকে জিডিপির ঋণাত্মক বৃদ্ধিতে কার্যত মন্দা দেখা দেয়। আর এবার সেই মন্দা কাটিয়েই ধনাত্মক বৃদ্ধিতে ফিরলো তৃতীয় ত্রৈমাসিকের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট জাতীয় উৎপাদন হল ০.৪ শতাংশ। তবে ত্রৈমাসিকে ধনাত্মক বৃদ্ধি হলেও অর্থবছরের হিসেবে আট শতাংশ সংকোচন হবে বলে আগাম জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দফতর।
চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-মে-জুনের জিডিপির ঋনাত্মক বৃদ্ধি ছিল ২৩.৯ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে ঋনাত্মক বৃদ্ধি ৭.৩ শতাংশ। এবং সর্বশেষ তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে ধনাত্মক বৃদ্ধি হল ০.৪শতাংশ। কয়লা, বিদ্যুৎ প্রভৃতির সূচকেও গত বছরের জানুয়ারির তুলনায় ১ শতাংশ বৃদ্ধি হয়েছে। পরবর্তী অর্থবর্ষ ২০২১-২২এ ভারতে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ১০.৫ শতাংশ, জানাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।