ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ IMD কেরালায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে। তারা জানিয়েছে রাজ্যের একটি বা দুটি জেলা প্রবল বৃষ্টিপাত দেখতে চলেছে। ওই জেলাগুলিতে গড়ে ২৪ ঘন্টায় ৭ থেকে ১১ সেন্টিমিটার অব্দি বৃষ্টি হতে পারে। এই ভারী বৃষ্টিপাত চলবে আগামী শনিবার অব্দি। আজ দুপুর ১ টার ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া পূর্বাভাস দেওয়ার সময় জানিয়েছে, কেরালায় ৭ টি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকেই সেখানে "ইয়েলো অ্যালার্ট" জারি করা হয়েছে।
জানা গিয়েছে, কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম, ইদুক্কি, পালাক্কাড, মালাপ্পুরাম, কোজিকোডি, ওয়ানদ ও কান্নুর জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে শনিবার অব্দি ভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে প্রশাসন ভারী বৃষ্টিপাতের মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে।