জঙ্গি দমনে আবারও বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কাশ্মীর থেকে গ্রেফতার করা হল লস্কর-ই-তইবা সংগঠনের এক সদস্যকে। কাশ্মীরে বান্দিপোরা থেকে পেশায় স্কুলশিক্ষক আলতাফ আহমেদ রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, স্কুল শিক্ষক আলতাফ এলাকায় সজ্জন মানুষ হিসেবে পরিচিত। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ছিলেন। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে লস্কর-ই-তইবার হয়ে কাজ করতেন। এর আগে গত বছর মার্চে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থেকে জঙ্গি সন্দেহে এক স্নাতক পড়ুয়া তানিয়া পারভিনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। অল্প কিছুদিন পর এই মামলার দায়িত্ব নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তানিয়াকে জেরা করেই এই আলতাফের কথা জানা গেছে বলে খবর। আলতাফের সঙ্গে ফেসবুকে তানিয়ার পরিচয় হয়েছিল। শুধু তাই নয়, এই আলতাফের হাত ধরে নাকি অনেকে জঙ্গি দল এনাম দেখিয়েছিল। শুক্রবার আলতাফকে কলকাতায় এনে ব্যাঙ্কশাল কোর্ট এ তোলা হবে বলে এনআইএ সূত্রে খবর।