অগ্নিপথ নিয়ে উত্তাল গোটা দেশ। প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে চলছে আন্দোলন চলছে। এরমধ্যেই অগ্নিপথের ধাঁচে কর্মী নিয়োগের জল্পনা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে। এবার চুক্তিভিত্তিক ব্যাঙ্ককর্মী নিয়োগ হচ্ছে বলে খবর।
সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা-সহ আরও কয়েকটি ব্যাঙ্ক এই তালিকায় নাম লিখিয়েছে বলে সূত্রের খবর। মূলত অফিসার গ্রেডের কয়েকটি পদে কর্মী নিয়োগের কথা শোনা যাচ্ছে। চুপিসারে মোদী সরকার এমন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
একাংশের অভিযোগ এমন নিয়োগ হলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হতে পারেন। পাশাপাশি নিশ্চিত চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে কম টাকায় মানুষদের কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। কেন্দ্রের মোদী সরকার সেই কাজে মদত দিচ্ছে। বিভিন্ন ব্যাঙ্কের ইউনিয়নগুলি ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় তুলেছে। প্রশ্ন তুলেছেন, যাঁরা এই চাকরি করবেন, কাজ হারানোর পর ওই বয়সে আর নতুন চাকরি পাবেন তো? যদিও সে উত্তর মেলেনি।