ভোট (Vote) পরবর্তী করোনার (COVID-19) বাড়বাড়ন্ত নিয়ে মাদ্রাজ হাইকোর্টের (Madras HighCourt) পর এবার করোনা আবহে দেদার প্রচার ও নির্বাচন নিয়ে সরব হল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad HC)। কড়া ভাষায় নির্বাচন কমিশনকে (Election Commission Of India) বিঁধলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি।
এদিন এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বক্তব্য, ভোটের পরে করোনার জন্য কী বিপর্যয় হতে পারে, সেটা বুঝতেই পারেনি নির্বাচন কমিশন, উচ্চ আদালত বা সরকার। অন্যদিকে কার্যত একই সুরে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এলাহাবাদ হাই কোর্টও বিঁধল নির্বাচন কমিশনকে। সরকারকেও বিঁধতে ছাড়েননি বিচারপতি। যোগী সরকারকে আক্রমণ করে বিচারপতি বলেন,"শহরাঞ্চলে সংক্রমণ মোকাবিলায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে যোগী সরকার। গ্রামীণ এলাকার মুনা পরীক্ষা, সংক্রমণের উৎস সন্ধান ও আক্রান্তদের চিকিৎসাও অত্যন্ত কঠিন কাজ। অথচ, এসবের জন্য প্রস্তুতই ছিল না প্রশাসন।"
পাশাপাশি অপর একটি মামলাতেও উত্তরপ্রদেশ সরকারের কাছে আদালতের আর্জি ছিল, যে সমস্ত ভোটকর্মীর করোনায় মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের জন্য অন্তত ১ কোটি টাকা ক্ষতিপুরণ দেওয়া হোক। কারণ, সমস্ত ভোটকর্মীদের কোনওরকম নিরাপত্তা ছাড়াই ভোটের ডিউটি করতে বাধ্য করেছে কমিশন। আর এতেই উত্তরপ্রদেশের সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে ডিউটি করতে গিয়ে সাতশোর বেশি শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।