উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবাহী মিনিবাস এবং অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের, গুরুতর আহত অন্তত ৩০ জন। মঙ্গলবার রাতে কানপুরের (Kanpur) কাছে সাচেন্দিতে এই ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় লালা রাজপত রাই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনা নিয়ে কানপুরের আইজি মোহিত আগরওয়াল জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া মিনিবাসটি লখনউ থেকে দিল্লি যাচ্ছিল। মিনিবাসটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সঙ্গে সংঘর্ষ হয়। এর জেরে দুটি গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলে বেশ কয়েক জনের মৃত্যু হয়। সূত্রের খবর, এই মিনিবাসের গতি নিয়ন্ত্রণে ছিল না। অটোতে একটি কারখানার শ্রমিক ছিল।
এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
    