ইজরায়েলী স্পাইওয়্যার পেগাসাস (Pagasus Spyware) ইস্যু নিয়ে সরগরম হয়ে রয়েছে গোটা জাতীয় রাজনীতি। সোশ্যাল মিডিয়াতে মামলাকারীরা এই ইস্যু নিয়ে বারংবার গলায় সুর তুলেছে। আসলে পেগাসাসকান্ড তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছেন দুই প্রবীণ সাংবাদিক এন রাম ও শশী কুমার, রাজ্যসভার সিপিএম সাংসদ জন ব্রিটাস, আইনজীবী এমএল শর্মা এবং এডিটর্স গিল্ড। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চললেও মামলাকারীরা সোশ্যাল মিডিয়াতে পেগাসাস ইস্যু নিয়ে একাধিক মন্তব্য করছে। তাই মামলার দ্বিতীয় শুনানির দিন কার্যত ভর্ৎসনা শুনতে হল মামলাকারীদের। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া (CJI) এন ভি রামানান বলেছেন, "আমরা সবাই কিছু বলতে চাই। আশা করি, বিতর্কটা আদালতে হবে। বিচারব্যবস্থার উপর ভরসা রাখুন। যদি কারুর কিছু বলার থাকে তাহলে আদালতে বলুন। মামলা যখন আদালতে চলছে, তখন আদালতের বাইরে এত বিতর্ক কেন?"
শীর্ষ আদালত মামলাকারীদের কটাক্ষ করে বলেছেন, "কেন এভাবে প্যারালাল প্লাটফর্মে বিতর্ক করা হচ্ছে? আপনারা যেটা সংবাদমাধ্যমে বলছেন, আপনাদের যা যা জিজ্ঞাসা আছে, একবার এই আদালতে চলে এলেই হয়। সেইসব বিতর্ক আদালতে হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা এটাও প্রত্যাশা করি যে, সরকার আমাদের এখানেই উত্তর দেবে। সবকিছুর একটা নিয়ম থাকা উচিত। আপনাদের সবার তরফ থেকে আমরা প্রশ্ন করি। কখনো কখনো সমস্যা থাকতে পারে। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে আলাদা আলাদা করে মামলা করুন।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ আগস্ট পেগাসাস সংক্রান্ত মামলার প্রথম শুনানি ছিল। সেদিন শীর্ষ আদালত জানিয়ে দেয় যে কেন্দ্রের মত না জেনে এই মামলায় এগোনো যাবে না। সেই অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রের সমস্ত তথ্য জানানোর কথা ছিল। কিন্তু শীর্ষ আদালতের কাছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সলিসিটর জেনারেল শুক্রবার অব্দি সময় চেয়ে নেয়। তাদের কথা মেনেই সুপ্রিম কোর্ট আগামী সোমবার পর্যন্ত মামলাটির শুনানি পিছিয়ে দিয়েছে।