বিহারে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার প্রস্তুতি চলছে৷ এই উপলক্ষে মঙ্গলবার মধুবনীতে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন জেডিইউ–প্রধান নীতীশ কুমার৷ হঠাৎ উঠে দাঁড়িয়ে তাঁর দিকে তাক করে পাথর আর পেঁয়াজ ছুঁড়লেন এক যুবক৷ মুখ্যমন্ত্রীকে সেগুলি ছুঁতে না পারলেও ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে নীতীশ কুমার ও তাঁর দল৷
মধুবনী জেলার হরলখীতে একটি স্কুলে নির্বাচনী প্রচারসভায় ভাষণ দিচ্ছিলেন নীতীশ কুমার৷ মোদী–নীতীশ জোট ক্ষমতায় এলে বিহারের ভয়াবহ বেকার সমস্যা কীভাবে ঘোচানো হবে সে বিষয়ে বলছিলেন তিনি৷ এমন সময় ঘটে এই ঘটনা৷ উপস্থিত নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ওই যুবককে আটকান৷ প্রাথমিক ভাবে মেজাজ হারিয়ে ফেললেও নীতীশ কুমার পরে ওই যুবককে ছেড়ে দিতে বলেন নিরাপত্তারক্ষীদের৷
নীতীশ কুমারের বিরুদ্ধে এর আগেও প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন বিহারের মানুষ৷ ভোটের বাক্সে এই ক্ষোভ ছায়া ফেলে কি না, সেটাই এখন দেখার৷