করোনা (Corona) পরিস্থিতির জন্য গত বছর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছে দেশবাসীর জীবনযাপন। বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। তবে সম্প্রতি ধীরে ধীরে কমছে দৈনিক সংক্রমণ। এরমধ্যেই জানা গিয়েছে এসএসসি জিডি কনস্টেবল (SSC GD Constable) পরীক্ষা খুব শীঘ্রই হতে পারে। তবে পরীক্ষার্থীরা এই পরীক্ষার বয়সসীমা বৃদ্ধির জন্য আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন। আসলে এই এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দেওয়ার বয়সের উর্ধ্বসীমা ২৩ বছর। গত বছর থেকে করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গেছিল। কিন্তু চাকরি প্রার্থীদের বয়স তো থেমে যায়নি! তাই অনেক পরীক্ষার্থীর বয়সের উর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে। তাই সকল পরীক্ষার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার বয়সের উর্ধ্বসীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। তবে এখনও অব্দি এই বিষয়ে এসএসসি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার মাধ্যমে জওয়ান হিসেবে যারা দেশের জন্য কাজ করবেন তাদের নিয়োগ করা হয়। পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, অসম রাইফেলস, এনআইএর মত আধাসেনা কনস্টেবল পোস্ট। এই পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষা পাস করতে হবে। এই পরীক্ষা দেওয়ার বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। পরীক্ষাটির দুটি স্তরে হয়। প্রথম স্তরে কম্পিউটার ভিত্তিক সাধারণ অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষা হয়। সেই পরীক্ষায় দশম শ্রেণীর মানে ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান এবং রিজনিং এর প্রশ্নপত্র থাকে। দ্বিতীয় স্তরে শারীরিক সক্ষমতা পরীক্ষা হয়। যেহেতু আধাসেনা জাতীয় এই চাকরি তাই এই দ্বিতীয় স্তরে বেশি গুরুত্ব দেওয়া হয়।