গত কিছুদিন ধরে ঘূর্ণিঝড় তৌক্তে (Tauktae Cyclone) ভারতের পশ্চিম উপকূলের একাধিক অঞ্চলে চরম ক্ষয়ক্ষতি করেছে। এই ঘূর্ণিঝড়ের দাপটে বিধ্বস্ত মহারাষ্ট্র (Maharashtra) এবং গুজরাটের (Gujrat) উপকূলবর্তী এলাকা। আজ গুজরাটের বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আকাশপথে ভ্রমণ করেন। কিন্তু তাঁর এই আকাশপথে বিধ্বস্ত এলাকা পরিদর্শন নিয়ে শিবসেনার (Shiv Sena) সাথে বিজেপির মধ্যে চরম বিতর্ক শুরু হয়। আসলে প্রধানমন্ত্রী গুজরাটে পরিস্থিতি খতিয়ে দেখে ১ হাজার কোটি টাকা অনুদান করেন। কিন্তু মহারাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে তিনি তেমন কোনো মন্তব্য করেনি।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি খোঁচা মেরে বলেছেন, "যেহেতু গুজরাটের প্রশাসন খুবই দুর্বল, তাই প্রধানমন্ত্রী জানেন যে এই রাজ্যের বিপর্যয় সামলানোর যোগ্যতা নেই। তাই তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর ভরসা আছে মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরের নেতৃত্ব এতই শক্তিশালী যে প্রধানমন্ত্রীকে রাজ্যের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন হতে হয় না।" অবশ্য এই কথার জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির কটাক্ষ করে বলেছেন, "শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে যারা দুর্যোগের কবলে পড়েছে তাদের সাহায্য করুক মহারাষ্ট্র সরকার। অনেক উপকূলবর্তী এলাকার মানুষ সমস্যা রয়েছে।" প্রসঙ্গত উল্লেখ্য, গুজরাট এবং মহারাষ্ট্রের দুদিন ধরে তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় তৌক্তে। এখনো পর্যন্ত আরব সাগরে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ভারতীয় নৌ সেনা ইতিমধ্যেই সাগরে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ২২ এর কাছাকাছি। প্রতি ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে গুজরাট উপকূলে ঘূর্ণিঝড় হয়েছে। এর প্রভাবে প্রচুর বাড়িঘর এবং গাছ উপড়ে গেছে।