সোমবার সকালে বাজার খুলতেই বেশ কিছুটা উঠল শেয়ার বাজার (Share Market)। নিফটি (Nifty) এবং সেনসেক্সের (Sensex) পয়েন্ট বেশ কিছুটা উঠল বম্বে স্টক এক্সচেঞ্জ মার্কেটে। সকাল সাড়ে ৯ টা নাগাদ সেনসেক্সের ৬৪৫ পয়েন্ট বৃদ্ধি পায়। সেই সময় সেনসেক্স ঘোরাফেরা করছিল ৫৭ হাজার ৮৪৫ পয়েন্টের আশেপাশে। প্রায় ২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৭ হাজার ৩০১ পয়েন্টের আশেপাশে ঘুরছিল।
টানা কয়েক দিন বাজার পড়ে যাওয়ার পর এমন উত্থানের কারণ কী? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, করোনার নয়া প্রজাতি ওমিক্রন ধরা পড়ার পর থেকেই গোটা বিশ্বে শেয়ার মার্কেটে ধস নামতে শুরু করেছিল। ইতিমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু হয়েছে। এর প্রভাবে বিশ্ব বাজারের অর্থনীতি ফের মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
এদিকে আজ থেকেই সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তার জেরে একগুচ্ছ নয়া নির্দেশিকাও জারি হয়েছে। তবে বাজেট অধিবেশনের আগেই সকাল থেকে বেশ চাঙ্গা শেয়ার বাজার। সেনসেক্সে উইপ্রো সবচেয়ে বেশি লাভের খাতায় আছে। এছাড়া ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, ইনফোসিস, টাটা স্টিল, টেক মাহিন্দ্রা লাভ দিয়েই আজকের সফর শুরু করেছে।
করোনা পরিস্থিতির জেরে গতবছর শেয়ার বাজারে বিরাট ধস নেমেছিল। সেনসেক্স কমতে কমতে ২৫ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। তবে করোনা পরিস্থিতি বদলালে ফের বাড়তে শুরু করে শেয়ার বাজার। সেনসেক্স ৬০ হাজার ছাড়িয়ে যায়। যা শেয়ার বাজারের ইতিহাসে রেকর্ড ছিল। কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে ফের মাথায় হাত পড়েছিল শেয়ার গ্রাহকদের। এবার গত সপ্তাহে টানা কয়েকদিন পরপর শেয়ার ধসের পর সোমবার সকাল থেকেই ফের চাঙ্গা শেয়ার বাজার।