এবার সিবিআই একজন প্রাক্তন রেলওয়ে কর্মীকে ঘুষ নেওয়ার জন্য গ্রেফতার করল। অভিযোগ উঠেছে ওই ব্যক্তি তার চাকরী চলাকালীন নিজের স্বার্থ চরিতার্থ করতে ১ কোটি টাকার ঘুষ নিয়েছিল। অযথা রবিবার সিবিআই ভারতীয় রেলের ওই উচ্চপদস্থ কর্মীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারিং সার্ভিস অফিশিয়াল পদে কাজ করতো।
ভারতীয় রেলের উচ্চপদস্থ অফিসারের নাম মহেন্দ্র সিং চৌহান। সে ১৯৮৫ সালের IRES অফিশিয়াল ব্যাচে কাজ করতো। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইচ্ছা করে নর্থইস্ট ফ্রন্টিয়ের রেলওয় এর কন্টাক্ট পাওয়ার জন্য ঘুষ নিত। ওই অফিসার আসামের মালিগাঁও এর NFR হেডকোয়ার্টারে কাজ করতো। জানা গিয়েছে, ইতিমধ্যেই সিবিআই ঘুষের টাকা উদ্ধার করেছে। এছাড়া বর্তমানে সিবিআই দেশের আরও ২০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে।