ভুল তথ্য দিয়ে কংগ্রেসকে নিয়ে আপত্তিকর পোস্ট করার জন্য এবারে বিজেপির বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রমন সিংয়ের (Raman Singh) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ছত্তিশগড়ে মামলা দায়ের করেছে কংগ্রেস। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই দুজনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। এছাড়াও সম্বিৎ পাত্র কে সশরীরে হাজিরা দেওয়ার কথা উল্লেখ করেছে পুলিশ। নতুবা অন্তত তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সহযোগিতা করতে হবে।
শুধু তাই নয় ছাত্রসংগঠনের প্রদেশ সভাপতির তরফে দিল্লি পুলিশের কাছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, স্মৃতি ইরানি, সম্বিত পাত্র এবং বি এল সন্তোষ এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বিজেপি নেতাদের টুলকিট নিয়ে যে সমস্ত টুইট তৈরি করা হয়েছিল সেগুলিকে ম্যানিপুলেটেড মিডিয়া বলে চিহ্নিত করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তালিকায় বিজেপির মুখপত্র সম্বিত পাত্রের টুইট রয়েছে।