ঝাড়খণ্ডের দেওঘরের ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে (Roapway) দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত জনা দশেক। এখনও পর্যন্ত রোপওয়েতে আটকে আছেন ৪০ জনের বেশি মানুষ। ঘটনায় নামানো হয়েছে এনডিআরএফের বিশেষ টিম। পাশাপাশি সেনা এবং আধা-সেনা বাহিনীকে নামানো হয়েছে। বায়ুসেনা বাহিনীর দু'টি কপ্টার উদ্ধার কার্য চালাচ্ছে।
সূত্রের খবর, ঘটনাটি ঝাড়খণ্ডের দেওঘরের ত্রিকূট পাহাড়ের ঘটনা। এই সময় বহু পর্যটক সেখানে বেড়াতে যান। আর ত্রিকূট পাহাড়ে রোপওয়ে চড়ার সৌন্দর্য উপভোগ করেন। কিন্তু রোববার বিকেলে আচমকাই মাঝপথে একটি রোপওয়ের ট্রলি ভেঙে পড়ে। অনেকেই আবার বলছেন মাঝপথে রোপওয়ের দু'টি ট্রলির মধ্যে সংঘর্ষ বাঁধে। আর যার জেরেই এই দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী দু'জন পর্যটকের মৃত্যু হয়েছে।
অভিযোগ উঠেছে, গতকাল বিকেলের ঘটনা হলেও প্রশাসনের তরফে তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও ঝাড়খণ্ড সরকার জানিয়েছে, খবর পেয়েই উদ্ধার কার্য শুরু হয়েছে। পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত আছেন। ঘটনার পর বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে। বায়ুসেনার দু'টি কপ্টার উদ্ধার কার্য চালাচ্ছে। রোপওয়েতে ৪০ জনের বেশি আটকে থাকার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে কয়েকজন পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা বলে সূত্রের খবর।