কোভিড পরিস্থিতি (Covid-19) দেশের আর্থিক বৃদ্ধির হারে যথেষ্ট প্রভাব ফেলেছে। আবার গোটা দেশ কোভিডের তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে। এমন ধারা চলতে থাকলে ভারতে এই অর্থবর্ষের পাশাপাশি আগামী অর্থবর্ষেও তার সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এমন পরিস্থিতি আঁচ করেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) তার রেপো রেট অক্ষুণ্ণ রাখল। শুক্রবার এক বিবৃতি মারফত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানিয়েছেন, অর্থনীতি যাতে কোভিডের দ্বিতীয় ধাক্কা সহজেই কাটিয়ে উঠতে পারে তার জন্য রেপো রেট আগেই মতোই চার শতাংশের অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি রিভার্স রেপো রেটও আগের মতোই ৩.৩৫ শতাংশেই রাখা হয়েছে। তৃতীয় ঢেউয়ের ধাক্কা দেশের উপর কেমন প্রভাব তৈরি করে সে সব বিষয়ে আগাম পর্যালোচনার পর এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেছেন, পরিস্থিতি যাই আসুক দেশের আর্থিক বৃদ্ধির হার ৯.৫ শতাংশে ধরে রাখতে হবে। আইএমএফের রিপোর্ট অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হারে ৩০০ বেসিস পয়েন্ট কমে ১২.৫ শতাংশ থেকে ৯.৫ শতাংশ হতে পারে। মূলত কোভিড অতিমারির কারণে দেশের শুধু নয়, গোটা বিশ্বে এমন আর্থিক মন্দার পরিস্থিতি। যদিও দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও যায়নি, আবার তৃতীয় ঢেউ দোরগোড়ায়, তাই এমন অবস্থা দেশের সার্বিক বিকাশের ক্ষেত্রে প্রভাব তো ফেলবেই। তবে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, পরিস্থিতি যাই আসুক যেভাবেই হোক দেশের আর্থিক বৃদ্ধির হার ৯.৫ শতাংশে ধরে রাখতে হবে।
সূত্রের খবর, এই নিয়ে টানা ৭ মাস ঋণের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর মে মাসে সুদের হারে পরিবর্তন হয়েছিল। মূলত দেশের অর্থনীতিকে অপরিবর্তিত রাখতে এমন সিদ্ধান্ত বলেও জানা গেছে। শক্তিকান্ত দাস এক বিবৃতি মারফত জানিয়েছেন, কোভিড নিয়ে অসতর্ক হলে চলবে না। নজর রাখতে হবে তৃতীয় ঢেউয়ের দিকে। এতকিছুর মধ্যেও দেশের অর্থনীতি পুনরুজ্জীবনের কয়েকটি দিশা দেখা দিয়েছে।