সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI) এটিএমের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এনেছে মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলতে পারে। আসলে এখন বেশিরভাগ মানুষ ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো এটিএম থেকে টাকা তুলে ব্যবহার করাতে অভ্যস্ত। ব্যাংকের ডেবিট কার্ড থাকলেই যেকোন এটিএম থেকে টাকা তোলা যায়। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার জন্য যে চার্জ নেওয়া হতো তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম চলতি বছরের আগস্ট মাস থেকে কার্যকরী হবে। গতকাল রিজার্ভ ব্যাংক একটি বিবৃতিতে জানিয়েছে যে অন্য ব্যাংকের এটিএম (ATM) থেকে টাকা তুললে এবার গুনতে হবে বাড়তি টাকা। আজকের এই প্রতিবেদনে জেনে নিন আরবিআই এটিএম থেকে টাকা তোলার জন্য কি কি নতুন নিয়ম এনেছে।
অন্য ব্যাংকের এটিএমে টাকা তোলার জন্য ১ লা আগস্ট থেকে এটিএম ইন্টারচেঞ্জ ফি (ATM Interchange Fee) বাবদ প্রতি ট্রানজেকশনে ব্যাংক গ্রাহকদের ১৫ থেকে ১৭ টাকা করে কেটে নেওয়া হবে। এক মাসে মেট্রো শহরগুলিতে এটিএম থেকে বিনামূল্যে ৩ বার লেনদেন করা যাবে ও মফস্বলে ৫ বার লেনদেন করা যাবে। তারপর লেনদেন করতে গেলে অতিরিক্ত টাকা গুনতে হবে। এছাড়া এক ব্যাংকের এটিএমে বিনামূল্যে লেনদেন লিমিট শেষ হয়ে গেলে আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি ট্রানজেকশনে ২০ থেকে ২২ টাকা অতিরিক্ত গুনতে হবে।