শুধুমাত্র ধর্ষণই নয়, ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। অভিযোগকারীর চিঠির বয়ানে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের কাছে এদিন রিপোর্ট চেয়ে পাঠালো মহিলা কমিশন।
মুম্বাইয়ের মডেল হিসেবে খ্যাত এক মহিলা ২০১৩ সালে তার সাথে ঘটা একটি নির্যাতনের ঘটনা তুলে ধরেন ওই চিঠিতে। বর্তমান ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও সুরেশ নাগরে নামে আরও একজন মুম্বাইয়ের এক হোটেলে ওই মহিলাকে ধর্ষণ করেন এবং প্রকাশ্যে আনলে তাকে খুন করা হবে বলেও হুঁশিয়ারি দেন। তৎকালীন মহারাষ্ট্র পুলিশে অভিযোগ দায়ের করেও চাপে পড়ে তা তুলে নিতে বাধ্য হন তিনি। আর এবার ওই চিঠি নেটদুনিয়ায় ভাইরাল হতেই তড়িঘড়ি উদ্যোগ নেন মহিলা কমিশন।
এর আগেও নিশিকান্ত দ্যুবে এই ঘটনা প্রকাশ্যে আনতে চাইলে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী। তবে এবার ওই মহিলা স্বয়ং তা সামনে আনতে ইতিমধ্যেই মহারাষ্ট্রের ডিজিপিকে চিঠি দেওয়া হয়েছে মহিলা কমিশনের তরফ থেকে এবং বিগত সাত বছরে কী কী পদক্ষেপ নিয়েছে পুলিশ তাও সরাসরি জানতে চায় মহিলা কমিশন।