গতকাল, বৃহস্পতিবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে পাঞ্জাব জয় করেছে আম আদমি পার্টি। আর এই প্রসঙ্গেই আপ দলকে অভিনন্দন জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। এমনকি তিনি চেয়েছিলেন অন্য পাঁচ রাজ্য উত্তরপ্রদেশ , পাঞ্জাব, গোয়া, মণিপুরেও নতুন সরকার গঠন হোক।
জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এদিন টিকাইত বলেন, "গণতন্ত্রের মহান উৎসবে জনগণের সিদ্ধান্তই মুখ্য। কৃষক আন্দোলন তার প্রভাব দেখায়। আমরা আশা করি, যেসমস্ত সরকার গঠিত হয়েছে তারা তাদের নিজ নিজ রাজ্যে কৃষক ও শ্রমিকদের উন্নতির জন্য কাজ করবে। জয়ের জন্য সবাইকে অভিনন্দন জানাই"।
টিকাইতের সংগঠন 'ভারতীয় কিষাণ ইউনিয়ন' সংযুক্ত কিষাণ মোর্চার একটি অঙ্গ। কৃষিবিল প্রত্যাহারের দাবিতে টানা ১৩ মাস টিকাইত ও তাঁর দল আন্দোলন করেছিল। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংযুক্ত কিষাণ মোর্চা বিজেপির শাস্তির দাবিতে উত্তরপ্রদেশে অভিনব ক্যাম্পেইন শুরু করে। যেখানে কৃষক নেতারা র্যালি করে বিভিন্ন স্থান পরিদর্শন করে নিজেদের দাবির কথা জানিয়েছেল।