অত্যন্ত কম খরচে সাধারণ মধ্যবিত্ত ভারতীয়ের হাতের নাগালে বিমান পরিষেবা উপলব্ধ করাতে এবার এগিয়ে এলেন কোটিপতি লগ্নিকারি রাকেশ ঝুনঝুনওয়ালা। তাঁর সংস্থা 'আকাসা এয়ার'-কে আর পনেরো দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে অসামরিক বিমান মন্ত্রকের তরফ থেকে, এমনটাই সূত্রের খবর। ব্লুমবার্গ টিভির একটি সাক্ষাৎকারে রাকেশ ঝুনঝুনওয়ালা মতপ্রকাশ করেন, আগামী চার বছরের মধ্যে ন্যূনতম ৭০ টি বিমান চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন তারা। 'আকাসা এয়ার'-এর চল্লিশ শতাংশ মালিকানা তাঁর নিজের হাতেই থাকবে বলে জানান রাকেশ ঝুনঝুনওয়ালা। সর্বমোট ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা হয়েছে।
কেমন হবে এই নতুন উড়ান? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এগুলো কোনোটাই ছোটো বা মাঝারি আকারের হবেনা। ন্যূনতম ১৮০ জন যাত্রীর বসার বন্দোবস্ত থাকবে এগুলিতে। তবে খরচ যাতে সর্বসাধারণের হাতের নাগালে থাকে, সেদিকেই বেশি নজর দিচ্ছে সংস্থা।
এদিনের সাক্ষরতারে তিঁনি আরও জানান, চাহিদার দিক থেকে ভারতের অসামরিক বিমান ক্ষেত্র নিয়ে তিঁনি অত্যন্ত আশাবাদী, তাই মিতব্যয়ী সংস্থার সংস্কৃতি গড়ে তুলতে নতুন করে শুরু করার দরকার। আকাসা এয়ারের দলে থাকছেন ডেল্টা এয়ারলাইনসের এক প্রাক্তন শীর্ষকর্তাও।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের বাজারে ধাক্কা খেয়েছে একাধিক উড়ান সংস্থা। ২০১২ তে কিংফিশার ও ২০১৯শে জেট এয়ারওয়েজের মুখ থুবড়ে পড়ার অব্যবহিত পরেই করোনাকালীন লকডাউনে প্রায় ক্ষতিগ্রস্ত সমস্ত বিমান সংস্থা। তাই এমতাবস্থায় রাকেশ ঝুনঝুনওয়ালার এইপ্রকার উদ্যোগ নানামহলে প্রশংসার দাবি রেখেছে।