আগামী ৪ জানুয়ারি উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য, মনিপুর (Manipur) এবং ত্রিপুরা (Tripura) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুই রাজ্যে একাধিক প্রকল্পের সূচনা এবং উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর (PMO) তরফে রবিবার জানানো হল সেই কথা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, মনিপুরের রাজধানী ইম্ফলে (Imphal) গিয়ে ২২ টি উন্নয়নমূলক প্রকল্পের শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ২২ টি প্রকল্পের পিছনে বরাদ্দ করা হয়েছে মোট ৪,৮০০ কোটি টাকা। এছাড়াও তাঁর এই সফরে ত্রিপুরার রাজধানী আগরতলায় (Agartala) মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নবনির্মিত ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আজ উত্তরপ্রদেশের মিরাটে (Meerut) মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণে খরচ পড়েছে ৭০০ কোটি টাকা। উদ্বোধনের শেষে জিমে গিয়ে কসরত করতেও দেখা যায় এদিন প্রধানমন্ত্রীকে।