করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (Narendra Modi), বর্তমানে লাগামছাড়া সংক্রমণের জন্যও একমাত্র তিনিই দায়ী, প্রধানমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) ভাইস প্রেসিডেন্ট ডা. নভজ্যোত দাহিয়া (Navjot Dahiya)। তাঁর কথায়, কোভিড পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যকর্মীরা যখন জানপ্রাণ লড়িয়ে দিচ্ছেন, তখন বড় বড় রাজনৈতিক জমায়েত করতে ব্যস্ত প্রধানমন্ত্রী।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) ভাইস প্রেসিডেন্ট ডা. নভজ্যোত দাহিয়া (Navjot Dahiya) অভিযোগ করেন, "করোনায় সুরক্ষাবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ঝাঁপিয়ে পড়েছে চিকিৎসকরা। অথচ কোনওরকম দ্বিধা না করে সমস্ত কোভিডবিধি ভেঙে রাজনৈতিক সমাবেশ করেছেন প্রধানমন্ত্রী। ২০২০ সালে দেশে যখন প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল তখন প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানের ব্যস্ত ছিলেন। গত এক বছর ধরে দেশের স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র।"
পাশাপাশি তিনি আরও বলেন, দেশে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ৩ লক্ষ ৮০ হাজার, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সেই সময় করোনার রাশ না টেনে প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন, বিশাল জমায়েতে। করোনার মাঝেও তিনি বাংলা-সহ একাধিক রাজ্যে নির্বাচনী প্রচার সেরেছেন, বিশাল বিশাল জমায়েত হয়েছে তাঁর সভা সমিতিতে। আর সেই সকল জমায়েতের থেকে লাগামহীন সংক্রমণ বৃদ্ধি।
প্রসঙ্গত, প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা। ইতিমধ্যেই বহু রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। পশ্চিমবঙ্গে আজ আট দফায় ভোট শেষ হতেই, বন্ধের ডাকে বহু বাজার। এরপর আগামী দিনে অন্যান্য রাজ্যের মতোই লকডাউনের পথে হাঁটতে হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে সাধারণ মানুষ। বহু রাজ্যেই নেই বেড, ঘাটতি অক্সিজেন সিলিন্ডারের। বারংবার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এই পরিস্থিতিতে IMA-র ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন একাধিক বিশেষজ্ঞরা।