নির্বাচিত হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর সঙ্গে প্রথমবারের জন্য কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি এই বিষয়ে আমাদেরকে জানালেন। তিনি বললেন দেশের যৌথ প্রাধান্য নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই জো বাইডেন কে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানালেন। মোদি বলেছেন, "আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির জন্য কাজ করব।"
এই মাত্র দুই সপ্তাহ হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার মসনদে বসেছেন। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। তিনি টুইট করে ব্যাপারটি আরো পরিষ্কার করে দিলেন। তিনি লিখলেন, 'আমেরিকার সঙ্গে বিশ্ব শান্তি বজায় রাখার জন্য কাজ করবে ভারত। দুজনের এই সম্পর্ক কূটনৈতিক সম্পর্ককে আরও উন্নত মাত্রায় নিয়ে পৌঁছাবে