চলতি মাসের প্রথম থেকেই করোনা ভাইরাসের (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। কমেছে দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর হার। তবে বিশেষজ্ঞরা সাবধান করেছে যে খুব শীঘ্রই ভারতের বুকে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে। তাই আগে থাকতেই কেন্দ্র সরকার (Central Government) প্রস্তুতি নেওয়া শুরু করেছে যাতে দ্বিতীয় ঢেউয়ের ভয়ংকরতার পুনরাবৃত্তি না হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ অর্থাৎ শুক্রবার অক্সিজেন সরবরাহ একটি রিভিউ মিটিং করেন। তিনি সেখানেই ঘোষণা করেছেন যে দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ সামলাতে তৈরি হবে দেড় হাজার অক্সিজেন প্ল্যান্ট। প্রধানমন্ত্রীর নির্দেশে পিএম কেয়ার তহবিল থেকে এই ১৫০০ টি প্রেসার সুইং অ্যাবসরপশন (PSA) মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে। এগুলি জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতালে প্রতিষ্ঠা করা হবে। এর তত্ত্বাবধানে থাকবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রিভিউ মিটিং এর পর নির্দেশ দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই অক্সিজেন প্ল্যান্ট কার্যকর করতে হবে। সব PSA অক্সিজেন প্ল্যান্টগুলি সক্রিয় হলে দেশে একসঙ্গে ৪ লাখ অক্সিজেন বেডে জীবনদায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। সমস্ত হাসপাতালে আধিকারিকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই আধুনিক প্রযুক্তির অক্সিজেন প্ল্যান্টগুলি রক্ষণাবেক্ষণ করা হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থেকে জাপানে আয়োজিত টোকিও অলিম্পিকে যাওয়া অ্যাথলিটদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করবেন। এবারের অলিম্পিকের জন্য ১১৭ জনের বেশি ভারতীয় অ্যাথলিট কোয়ালিফাই করেছেন। আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তাঁদের সাথে ভার্চুয়াল বৈঠকে কথা বলবেন। করোনা পরিস্থিতিতে অলিম্পিক ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে। আপাতত ২৩ আগস্ট অব্দি এই জরুরি অবস্থা জারি থাকবে।