২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন আগেই পরাক্রম দিবস বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের ঘোষণা মতোই তিনি রাজ্যে উপস্থিত থাকবেন ২৩ জানুয়ারি।
কিন্তু তার আগে তিনি আসামে গিয়ে শিবসাগরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ১ লক্ষ ৬ হাজার জমির পাট্টা বিলি করার কথা ২৩ জানুয়ারিই।
আসামের অনুষ্ঠান মিটিয়ে কলকাতায় আসবেন মোদী। কলকাতা থেকেই নেতাজীর ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তিনি। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরী এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আজ টুইট করে সেই কথা জানান প্রধানমন্ত্রী খোদ। টুইটারে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের শুভ দিনে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীরনেতা সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।”
ভিক্টোরিয়ায় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মোদীর পাশাপাশি তিনিও বক্তব্য রাখবেন ওই অনুষ্ঠানে।