সোমবার ভারতী এয়ারটেল (Bharti Airtel) তাদের মাশুল বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। জানিয়েছিল আগামী ২৬ নভেম্বর থেকে সমস্ত প্রিপেড প্ল্যানের (Prepaid Plan) মূল্যবৃদ্ধি ঘটতে চলেছে। এক ধাক্কায় অন্তত ২০-২৫ শতাংশ মাশুল বৃদ্ধির ঘোষণা করেছিল এয়ারটেল। এবার ভারতী এয়ারটেলের পথেই হাঁটল ভোডাফোন আইডিয়া। লাভের পরিমাণ বাড়াতে বাড়তে চলেছে তাদের ট্যারিফ প্ল্যানের মূল্যও। আগামী ২৫ নভেম্বর থেকে বাড়তে চলেছে ভোডাফোন আইডিয়ার ট্যারিফ প্ল্যান। তবে রিল্যায়ান্স জিও (Reliance Jio) কোন পথে হাঁটে সেটাই এখন দেখার বিষয়।
২৮ দিন মেয়াদের রিচার্জের জন্য ৭৯ টাকার পরিবর্তে এখন দিতে হবে ৯৯ টাকা। এছাড়া ২৮ দিন মেয়াদের একটি জনপ্রিয় প্ল্যান ২১৯ টাকার বদলে বেড়ে হচ্ছে ২৬৯ টাকা। এই প্ল্যানে রোজ ১ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া আনলিমিটেড যেসকল প্ল্যান রয়েছে, সেগুলোর মাশুল অন্তত ২০ থেকে ২৫ শতাংশ বাড়ছে।
ভোডাফোন আইডিয়ার সবচেয়ে জনপ্রিয় প্রিপেড প্ল্যান ২৩৯৯ টাকা। বার্ষিক এই প্রিপেড প্ল্যানটির নতুন মূল্য হচ্ছে ২৮৯৯ টাকা। এক ধাক্কায় প্রায় ৫০০ টাকা মূল্যবৃদ্ধিতে চিন্তায় সাধারণ গ্রাহক। তবে ২৫ নভেম্বরের আগে যদি রিচার্জ করেন, তাহলে অন্তত ৫০০ টাকা এক বছরের জন্য সাশ্রয় হতে পারে।
বেশ কয়েকটি জনপ্রিয় প্রিপেড প্ল্যানের দাম এক ধাক্কায় বাড়তে চলেছে। এবার থেকে ২৮ দিনের বৈধতা-সহ ৯৯ টাকার বেসিক প্ল্যানে মিলবে কেবল ৯৯ মিনিটের টকটাইম। আনলিমিটেড প্ল্যানের ক্ষেত্রে ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানটি বেড়ে হচ্ছে ১৭৯ টাকা, ২১৯ টাকা প্রিপেড প্ল্যানের খরচ ২৬৯ টাকা, ২৪৯ টাকার প্রিপেড প্ল্যানের জন্য এবার থেকে দিতে হবে ২৯৯ টাকা, এইভাবে ৪৯৯ টাকা প্রিপেড প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৫৩৯ টাকা। সব মিলিয়ে সমস্ত প্রিপেড প্ল্যানে এক ধাক্কায় বিপুল খরচ বাড়তে চলেছে। ভারতী এয়ারটেলের পর ভোডাফোন আইডিয়াও তাদের প্রিপেড প্ল্যান বৃদ্ধির ঘোষণা করেছে। তবে এখনও পর্যন্ত রিল্যায়ান্স জিও কোন ঘোষণা করেনি। এবার জিওর গ্রাহকরা সেই দিকেই তাকিয়ে আছে।