আবারো পুলিশ মাওবাদী গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্রের গঢ়চিরোলি। এই গুলির হামলায় ২৬ মাওবাদীর মৃত্যু হওয়া ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রের এই এলাকায় মাওবাদী যোগসাজশ শুরু হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে অবতীর্ণ হয় পুলিশ। জানা যাচ্ছে, এই গুলির লড়াইয়ে ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। তাদেরকে দ্রুত হেলিকপ্টারে নাগপুর নিয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রের দাবি, দীর্ঘ বেশ কয়েক দিন ধরেই মহারাষ্ট্রের গঢ়চিরোলি এলাকার মারদিনতোলার করচি অঞ্চলে মাওবাদী আনাগোনা বৃদ্ধি পাচ্ছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশের সি-৬০ কমান্ডো ফোর্স শনিবার সকাল থেকে গুলির লড়াই শুরু করে। এ প্রসঙ্গে গঢ়চিরোলি এলাকার পুলিশ সুপার বলছেন, 'অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে দক্ষতার সাহায্যে পুরো অপারেশনটি সম্পন্ন করেছেন। সেখানে একজন মাও নেতার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল বেশ কয়েকদিন ধরে। তার ব্যাপারে জানার পরেই পুলিশের স্পেশাল সি ৬০ কমান্ডো বাহিনী ওই অঞ্চলে অভিযান চালায়। আপাতত আমরা ২৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এখনো তল্লাশি অভিযান চলছে। আমরা আশা করছি, এই হামলায় আরো বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়ে থাকতে পারে।'