প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানবদরদী উদ্যোগে প্রাণ বাঁচল একরত্তি শিশুর। আর এর জেরেই দল মত নির্বিশেষে সারা দেশ থেকে ভূয়সী প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী। তিরা কামাত নামে পাঁচ মাসের এই শিশুটি মুম্বাইয়ের অন্ধেরির বাসিন্দা। জন্মের পর থেকেই দুধ খাওয়ার সময় কান্নাকাটি করত তিরা। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি নামে একটি বিরল রোগ শনাক্ত করেছেন চিকিৎসকরা। এটি একটি জিনগত রোগ যাতে শরীরে প্রোটিন উৎপন্ন হয় না। ফলে পেশী ও স্নায়ুর বিকাশ খুব মন্থরগতিতে হয়। এর ওষুধ ভারতে নেই।
আমেরিকায় পাওয়া গেলেও এর দাম আকাশছোঁয়া। প্রায় ষোল কোটি টাকা দামের এই ওষুধ ভারতে আনতে আরও ৬কোটি আমদানি শুল্ক দিতে হবে। অনুদান থেকে কোনোরকমে ১৬ কোটি টাকা তুলতে পারলেও পারা যায়নি অতিরিক্ত ৬ কোটি সংগ্রহ করতে। এমতাবস্থায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মারফত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান তিরার মা-বাবা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমেরিকা থেকে ওই ওষুধের আমদানি শুল্ক মকুব করা হয়েছে, অর্থাৎ ৬কোটি টাকা দিতে হবেনা তিরার পরিবারকে। এমন উদ্যোগের জন্য সারা দেশ থেকেই অভিনন্দন পেয়েছেন প্রধানমন্ত্রী।