দেশ বর্তমানে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধির ধাক্কায় জর্জরিত। ধুঁকছে ভারতের অর্থনীতি এমনটাই দাবি করে আসছে বিরোধী দলগুলি। এরমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী দফতরের কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা। আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিল ভারতের প্রধানমন্ত্রী দফতর। মঙ্গলবার প্রধানমন্ত্রী দফতর এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছে।
মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী দফতর জানিয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত বিভাগ এবং মন্ত্রকগুলি মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী দেড় বছরে মিশন মোডে ১০ লক্ষ লোক নিয়োগ করবে সরকার।"
ভারতের বর্তমান অর্থনীতি মূল্যবৃদ্ধির ধাক্কায় ধুঁকছে। দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়িয়েছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে আমজনতার নাভিশ্বাস অবস্থা। গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মী নিয়োগ তলানিতে পৌঁছেছে, এমন অভিযোগ বারবার করেছে বিরোধী দলগুলি। সেই সঙ্গে সাম্প্রতিক কালে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর দেশের পরিস্থিতি উত্তাল। ঘরে-বাইরে 'ব্যাকফুটে' বিজেপি। সেই ক্ষতে প্রলেপ দিতেই এমন ঘোষণা বলছে বিরোধী দলগুলি।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এই নিয়ে কটাক্ষ করেছেন। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, গত পঞ্চাশ বছরে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ। টাকার মূল্য তলানিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এই টুইট মানুষকে বিভ্রান্তই করবে। অন্যদিকে অন্যান্য বিরোধী দলগুলিও কটাক্ষ করতে ছাড়েনি। 'মিশন মোড' কতটা সাফল্য পায়, তাই এখন দেখার।