একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিস্থানের পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার মিলিয়ে হওয়া মোট সংখ্যাটা হচ্ছে সেই ব্যক্তির এনগেজমেন্ট। টুইটারের সেই এনগেজমেন্টের বিচারেই বিরাট কোহলিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী। টুইটারের হিসাবে অক্টোবর মাসে বিরাট কোহলির একাউন্টে এনগেজমেন্ট ছিল ২৪,৬৫,৯১৮। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনগেজমেন্ট ৭২,১৫,৯১৩ এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এনগেজমেন্ট ৩৫,৫৩,৮২৫।
আর এই সংখ্যা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, রাজনৈতিক নেতারা মানুষের বেশি আপন হয়ে উঠছেন ইদানিংকালে। কিংবা রাজনৈতিক নেতারা বেশি বেশি মানুষের কাছে থাকার চেষ্টায় ব্যস্ত হচ্ছেন ইদানিং। তবে প্রধানমন্ত্রীর এনগেজমেন্টের তুলনায় কোহলির এনগেজমেন্ট প্রায় তিনভাগের একভাগ হওয়াটা যথেষ্ট অবাক করেছে সকলকেই।