২০১৯ সালের বাজেটের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কৃষকদের জন্য পিএম কিষান স্কিমের (PM Kisan Scheme) ঘোষণা করেছিলেন। স্কিম অনুযায়ী দেশের প্রত্যেকটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রত্যেক চার মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। আজ অর্থাৎ সোমবার ৯ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্কিমের ইনস্টলমেন্ট হিসাবে ৯.৭৫ কোটি কৃষকের কাছে ১৯৫০০ কোটি টাকা পৌঁছে দিলেন। পরিসংখ্যান অনুযায়ী, কেন্দ্র সরকার এতদিনে মোট ৯ বার ইনস্টলমেন্ট দিয়েছে এবং মোট খরচ হয়েছে ১.৫৭ লাখ কোটি টাকা। আজকের কিষান সম্মান নিধি স্কিমের ইনস্টলমেন্ট দেওয়ার পর ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে কথা বলেন। জানা গিয়েছে, সরকার ইতিমধ্যেই ২.২৮ কোটি কৃষককে কিষান ক্রেডিট কার্ড স্কিমের অন্তর্ভুক্ত করেছে যারা ২.৩২ লাখ কোটি টাকা অব্দি লোন নিতে পারবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "করোনার সময় কৃষিপণ্যের রপ্তানিতে রেকর্ড গড়েছে ভারত। গত ৬ মাসে রেকর্ড ডাল উৎপাদন করা হয়েছে। করোনা আবহে আমরা কৃষকদের ক্ষমতা দেখেছি। কেন্দ্র এই সময় কৃষকদের স্বার্থকে গুরুত্ব দেবে। ভোজ্য তেল উৎপাদনের জন্য ভারতকে আরো বেশি আত্মনির্ভরশীল হতে হবে।"
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অসম মিজোরাম সীমান্ত সমস্যা সমাধান করার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাথে বৈঠক করেছেন। আজ সকালে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথে দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। জানা গিয়েছে, দুজন অসম মিজোরাম উত্তর-পূর্ব দুই রাজ্যের সীমান্ত সমস্যা নিয়ে কথাবার্তা বলেন। এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য উপস্থিত ছিলেন।