প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) ২৭শে জানুয়ারি বৃহস্পতিবার ভারত (India) ও মধ্য এশিয়ার (Central Asia) দেশগুলির সঙ্গে প্রথমবারের মতো একটি শীর্ষ সম্মেলন (Summit) বৈঠকের আয়োজন করবেন। ভার্চুয়াল এই সম্মেলনে কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখাস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতিরা উপস্থিত থাকবেন। বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তথ্য অনুসারে, ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এটিই হবে প্রথম সম্মেলন। "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে মধ্য এশিয়ার সব দেশগুলিতে একটি ঐতিহাসিক সফর করেছিলেন৷ পরবর্তীকালে, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে উচ্চ-স্তরের বিনিময়ও হয়েছে।" বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ।
১০ই নভেম্বর, ২০২১-এ নিউ দিল্লিতে (New Delhi) অনুষ্ঠিত আফগানিস্তান (Afghanistan) সম্পর্কিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপে মধ্য এশিয়ার দেশগুলির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবদের অংশগ্রহণ, আফগানিস্তানের উপর একটি সাধারণ আঞ্চলিক পদ্ধতির রূপরেখা তুলে ধরেছিল। "প্রথম ভারত-মধ্য এশিয়ার এই শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ ভারত-মধ্য এশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থের বিষয়ে, বিশেষ করে ক্রমবর্ধমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে মতামত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।" বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।