সম্প্রতি আমরা এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেখতে পেয়েছি যে কি বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ইউক্রেনে যান ডাক্তারি পড়তে। এর অন্যতম কারণ হলো সেখানকার পরিকাঠামো এবং কম খরচ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন এই দেশে তা সম্ভব হয়নি। একই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার পূর্ববর্তী সরকারগুলিকে তীব্র কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী জানান, ভারতে তত সংখ্যক মেডিকেল কলেজ নেই যার জন্য ছাত্র-ছাত্রীদের বিদেশে পড়তে যেতে হচ্ছে।
সম্প্রতি ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্র ছাত্রীদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার "অপারেশন গঙ্গা" শুরু করেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রধানমন্ত্রী জানতে পারেন এই দেশে মেডিকেল কলেজের অপ্রতুলতা রয়েছে এবং এই কারণেই তাদের ইউক্রেনে যেতে হয় পড়তে। সেই সময় অনেকেই এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। এই প্রসঙ্গে দিন প্রধানমন্ত্রী বলেন, "ইউক্রেনে এতটা কষ্ট সহ্য করার পর এতোটুকু রাগ হওয়া স্বাভাবিক"।
প্রধানমন্ত্রী এও আশ্বস্ত করেন যখন ছাত্রছাত্রীরা আসল সমস্যাটা বুঝতে পারবে তখন আর তারা রাগ করে থাকবে না। মোদী বলেন, অনেক শিক্ষার্থী তাকে তাদের ধন্যবাদ জানায়। যখন তারা সমস্ত আশা হারিয়ে ফেলেছিল তখন তাদের উদ্ধার করার জন্য হাজির হয় ভারত সরকারের উদ্ধারকারী বিমান। প্রধানমন্ত্রী জানান এহেন উদ্ধারকার্য প্রমাণ করে দিল বিশ্বে ভারত কত বড় একটি শক্তি হিসেবে পরিণত হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী ছাত্রদের কাছে ক্ষমাপ্রার্থী। তিনি জানান আজকে যদি ভারতে যথার্থ পরিমাণে মেডিকেল কলেজ থাকতো তাহলে এই ছোট ছোট ছেলে মেয়ে গুলিকে বিদেশে গিয়ে এত বিপদের মুখে পড়তে হত না। প্রধানমন্ত্রী ঘোষণা করেন এবার থেকে ভারতের সব জেলায় অন্তত একটি করে মেডিকেল কলেজ থাকবে।