প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এদিন স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড এর জন্য সেটাপ করলেন ১,০০০ কোটি টাকার একটি বিপুল বাজেট। প্রারাম্ভ: স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিটে যোগ দেওয়ার সময় এই ঘোষণা করে দিলেন। ভারতের উঠতি ব্যবসায়ীদের সাহায্য করার জন্য এই নতুন পরিকল্পনা ভারত সরকারের। প্রধানমন্ত্রী মোদী বললেন," স্টার্টআপ ব্যবসার জন্য প্রাথমিক মূলধন দেওয়ার জন্য ভারত সরকার আপনাদের উদ্দেশ্যে ১,০০০ কোটি টাকার স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম শুরু করে দিয়েছে। এর মাধ্যমে নতুন নতুন স্টার্টআপগুলি তাদের ব্যবসা বৃদ্ধি করার সুযোগ পেয়ে যাবে।"
মোদি আরো জানিয়েছেন, ভারত সরকার তাদের debt capital অর্থাৎ সাদা বাংলায় মূলধনের টাকা শোধ করতেও সাহায্য করতে চলেছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকো সিস্টেম এবং এখানে বহু ব্যবসায়ী তাদের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী খুব গর্বের সাথে জানিয়েছেন, ২০১৪ থেকে এখনো পর্যন্ত স্টার্টআপ ব্যবসা অনেকটা বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে প্রাথমিক সময়ে মাত্র ৪জন স্টার্ট আপ ব্যবসায়ী যুক্ত ছিলেন। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০।