উত্তরাখণ্ডের (Uttarakhand) হালদওয়ানি’তে ২৩ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর সাথে এদিন অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও (Pushkar Singh Dhami)। জানা গিয়েছে, ২৩ টি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট খরচ হবে ১৭,৫০০ কোটি টাকা।
প্রকল্পের উদ্বোধন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলির ফলে হালদওয়ানিতে রাস্তা, জল, নিকাশি ব্যবস্থা, রাস্তার আলো-সহ একাধিক বিষয়ে উন্নয়ন হবে। প্রকল্পগুলি স্থানীয়দের মধ্যে সংযোগব্যবস্থা এবং স্থানীয়দের শারীরিক অবস্থার উন্নতিকরনেও সাহায্য করবে বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি রাজ্যের রাস্তাঘাটের উন্নয়নের জন্য ৯,০০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উত্তরাখণ্ডে রেল পরিষেবার উন্নতিকরনের জন্যও কাজ করে চলেছে কেন্দ্র সরকার। রাজ্যের বিকাশের পিছনে ডবল-ইঞ্জিন (double-engine) সরকারের প্রসঙ্গ তুলে এনে বিজেপি সরকারের ভূয়সী প্রসংশা করেন তিনি। সাথে তিনি এও জানান, সরকারের উন্নয়নমূলক কাজের সুবিধা সরাসরি পাবেন উত্তরাখণ্ডের ১৩ টি জেলার মহিলারা।
যদিও শুধু নিজ সরকারের প্রশংসা নয়, অন্যান্য জনসভার মতো এদিনও তাঁর বক্তৃতায় ছিল কংগ্রেসকে (Congress) নিশানা করে তির্যক মন্তব্য। পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এর আগে আপনারা এমন সরকার দেখেছেন যারা বলত, ‘তোমরা উত্তরাখণ্ডকে লুট করো, কিন্তু আমাদের সরকারকে বাঁচাও’। সেই মানুষগুলো দু’হাতে উত্তরাখণ্ডকে লুট করেছে”। লাখওয়ার জলবিদ্যুৎ প্রকল্পের (Lakhwar Hydro-electric project) প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আগের সরকার উন্নয়নমূলক প্রকল্পে বাধা সৃষ্টি করত। ১৯৭৬ সালে যে প্রকল্পের প্রথম ভাবনা এসেছিল, তা আজ ৪৬ বছর পর এই সরকার বাস্তবায়িত করছে। উল্লেখ্য, লাখওয়ার মাল্টি-পারপাস প্রোজেক্টের জন্য ৫,৭৪৭ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।
অন্যদিকে বুধবার দেশের অন্য এক প্রান্তে বিরোধী নেতার মুখে শোনা গেল নরেন্দ্র মোদীর প্রসংশা। মহারাষ্ট্রের বর্ষীয়ান এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) মোদীর প্রসংশা করে গতকাল বলেন, নরেন্দ্র মোদী কোনও কাজ করবেন বললে সেই কাজ তিনি শেষ করেই ছাড়েন। মোদীর সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর তুলনা টেনে পাওয়ার বলেন, মোদী যেভাবে সহযোগীদের নিয়ে একসাথে কাজ করেন সেই ভঙ্গী প্রাক্তন প্রধানমন্ত্রীর ছিল না।