করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলে এসেছে এবং এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় জিনিসটি হলো অক্সিজেন। অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য ভারতীয় রেল এবারে চালু করে দিয়েছে অক্সিজেন এক্সপ্রেস। বিভিন্ন ট্যাংকের মাধ্যমে একাধিক শহরে লিকুইড অক্সিজেন পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তারই মধ্যে এবারে রেলমন্ত্রী পীযূষ গোয়েল একটা এমন মন্তব্য করে বসলেন যার ফলে শোরগোল উঠেছে নেট দুনিয়ায়। পীযূষ গোয়েল বললেন, "রাজ্যগুলিকে চিকিৎসায় অক্সিজেন এর চাহিদা নিয়ন্ত্রণে রাখতে হবে।" আর এই মন্তব্যের পরেই শোরগোল নেট দুনিয়ায়।
শরীরে অক্সিজেনের চাহিদা কি সত্যি নিয়ন্ত্রণ করা সম্ভব? সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে, "পীযূষ গোয়েল কি তবে কম করে শ্বাস নিতে বলছেন? রোগী কতটা অক্সিজেন নেবেন সেটা কি পীযূষ গোয়েল নিজে ঠিক করে দেবেন?" আবার কেউ কেউ বিদ্রুপ করে বলছেন, "এবার থেকে কম করে শ্বাস নিন সকলে।" এই সমস্ত মন্তব্যের পরে ড্যামেজ কন্ট্রোলে' নেমেছেন পীযূষ গোয়েল নিজে। তিনি বলেছেন, "রোগীদের ততটুকু অক্সিজেন দিতে হবে যতটা তাদের প্রয়োজন। কিছু কিছু জায়গা থেকে অপচয় এর খবর আসছে। আবার কিছু কিছু জায়গায় অক্সিজেন প্রয়োজন না হলেও অক্সিজেন দিয়ে দেওয়া হচ্ছে।" কিন্তু এখনও পর্যন্ত সেরকম ভাবে অক্সিজেন অপচয় এর অভিযোগ কিন্তু ওঠেনি। তাই এই মুহূর্তে এই সমস্ত তথ্য দিন মন্তব্য খুব একটা ক্ষতি সামলাতে পারেনি। সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল পীযূষ গোয়েলের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে।