করোনা (Corona) ঠেকাতে টিকাকরণই ভরসা বলছে সব মহল। ইতিমধ্যেই দেশ জুড়ে টিকাকরণের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। সেই ধারাকে বজায় রাখতে আগামী বছরই ৫ কোটি ভ্যাকসিন ভারতের বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে মার্কিন সংস্থা মর্ডানার সিঙ্গেল ডোজ করোনা টিকা ফাইজার (Pfizer)। এই সংস্থা জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে ভারতকে পাঁচ কোটি টিকা দিতে পারবে।
করোনা সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে দেশে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণের কাজ চলছে। মূলত অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। যদিও টিকাকরণের গতি আরও বাড়াতে ভারতে এসেছে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। ইতিমধ্যেই ১৮ ঊর্ধ্ব ২০ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। যদিও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। চলতি বছরে ফাইজারের সিঙ্গেল ডোজ টিকা এলে টিকাকরণের গতি আরও বাড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
চলতি বছরের মধ্যে ধাপে ধাপে ফাইজারের টিকা মিলবে। সূত্রে খবর, প্রথম দফায় জুলাই আগষ্টে ১ কোটি করে, সেপ্টেম্বরে ২ কোটি এবং অক্টোবরে ১ কোটি ডোজ পাবে ভারত। সম্পূর্ণ কেন্দ্রের অধীনে থাকবে এই টিকা। এরপর কেন্দ্র সরকার প্রয়োজন মতো রাজ্য গুলিতে বণ্টন করবে। যদিও এই টিকার বাজার মূল্য এখনও ঠিক করা হয়নি। এরপর ফাইজারের পাশাপাশি জনসন এন্ড জনসন কোম্পানির টিকার সঙ্গেও কথা চলছে।