উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যাত্রীবাহী একটি ট্রেনে লাগলো বিদ্ধংসী আগুন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই ইঞ্জিন-সহ দুটি কামরা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ক্ষতিগ্রস্ত কামরা থেকে ট্রেনের বাকি কামরাগুলিকে রক্ষা করতে হাত দিয়ে ট্রেন সরাতে দেখা গেল যাত্রীদের।
জানা গিয়েছে, এদিন সকালে সাহারানপুর থেকে দিল্লি যাওয়ার সময় মিরাটের কাছে দৌড়ালা স্টেশনে একটি প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। আগুনে ভষ্মিভূত হয়ে যায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি কামরা। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ট্রেনে আগুন লাগার আসল কারণটিও স্পষ্ট নয়।
এদিকে ট্রেনে আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে বাকি কামরাগুলিকে আলাদা করতে যাত্রীদের ঠেলতে দেখা যায় ট্রেনটিকে। হাত দিয়ে ঠেলেই তাঁরা বেশ কিছু দূরে ট্রেনটি সরাতে সক্ষম হন। কি কারনে ট্রেনে আগুন লাগল, সে বিষয়ে খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।