করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতের অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এবার ভারতের সাহায্য করতে এগিয়ে এলো চীন। সম্প্রতি চীন থেকে ভারতে চলে এলো সাড়ে তিন হাজারের বেশি অক্সিজেন কনসেনট্রেটর। দিল্লি বিমানবন্দরে আপাতত ৩ হাজার ৬০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়ে দিয়েছে চীন। রবিবার বিকেল ৩ টে ৫৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে এই অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছায়। বলরে লজিস্টিকস ইন্ডিয়া নামক একটি বহুজাতিক সংস্থা এই অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করছে।
বর্তমানে ভারতের যা পরিস্থিতি, তাতে অক্সিজেন কনসেনট্রেটর অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত অন্যান্য রাষ্ট্রগুলির কাছ থেকে এই জিনিসটি ক্রয় করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। যার মধ্যে অন্যতম ছিল চীনের থেকে আমদানি করা এই অক্সিজেন কনসেনট্রেটর। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর লাদাখ সীমান্তে চীন এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তার পরবর্তীতে দুটি দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এবারে পুরনো সব মান অভিমান ভুলে ভারতের বিপদের মুহূর্তে চীন তাদের সাহায্যে পাশে এসে দাঁড়িয়েছে।