রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ সম্মেলনে ইউক্রেনের উপরে হামলা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সংক্রান্ত ভোটাভুটি থেকে সরে দাঁড়িয়েছে ভারত। এবারে নয়াদিল্লির এই সিদ্ধান্তে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে ৬ বিরোধীদলের ৯ সাংসদ একসাথে এই মর্মে একটি আলোচনা সভা করেন। সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, বৈঠক বিরোধী দলগুলি একমত হয়েছে ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে। অন্যদিকে কংগ্রেস নেতা শশী থারুর টুইট করে এই বৈঠকের প্রশংসা করেছেন।
বিদেশ মন্ত্রী জয় শঙ্কর যেভাবে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন সেই নিয়ে সরকারের প্রশংসা করেছেন শশী থারুর। তবে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে এত দেরি কেন করা হচ্ছে সেই প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলছেন, 'এই মুহূর্তে ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফেরানো অগ্রাধিকার হওয়া উচিত ভারতের।' ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। যদিও জয়শঙ্কর ব্যাখ্যা করেছেন, নিজেদের ক্যারিয়ার ছেড়ে দিয়ে দেশে ফেরা নিয়ে প্রাথমিক ভাবে এই পড়ুয়ারা দ্বিধাগ্রস্ত ছিলেন। পাশাপাশি সেই সময় ইউক্রেন সরকারের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। তাই তারা সেখানেই আটকে ছিলেন।
অন্যদিকে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেছেন, তার একটি টুইটকে পোল্যান্ডের রাষ্ট্রদূত ভুয়ো বলে দেগে দিলে সেটা নিয়ে রিটুইট করেছে বিদেশমন্ত্রক। পুরো বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের ওপর অত্যন্ত ক্ষুব্ধ তিনি। তবে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এই বৈঠকে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছে দেখা গিয়েছে বিরোধীদের। অন্যদিকে বুধবারের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেনের উপরে রাশিয়ার হামলা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হলে ১৪১ দেশ প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে বিরোধিতা করেছে পাঁচটি দেশ। ভারত সহ ৩৫টি দেশেই ভোটাভুটি থেকে বিরত থেকেছে।