দিল্লিতে (Delhi) বসবাসকারী ৩৫ বছর বয়সী এক জন্মসূত্রে নাইজেরীয়ানের শরীরে ধরা পড়ল মাঙ্কিপক্সের (Monkey Pox) জীবাণুর অস্তিত্ব। দিল্লিতে এই নিয়ে দুজন সংক্রামিত হয়েছে এই ভাইরাসে। আর এই কেস যোগ করে ভারতে মোট মাঙ্কিপক্স সংক্রামিতের সংখ্যা এসে দাঁড়ালো ৬ য়ে। সাম্প্রতিক সময়ে ঐ নাইজেরিয়ান ব্যক্তির কোনও বিদেশযাত্রার ইতিহাস নেই বলেই খবর৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ৫ দিন ধরে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ৷ তাঁর সারা শরীরে লালচে ফোস্কাও বেরিয়েছে৷ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় পুণার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে৷ সোমবার বিকেলে জানা যায় তিনি মাঙ্কিপক্স পজিটিভ৷ প্রসঙ্গত, দেশে মাঙ্কিপক্স প্রথম ধরা পড়েছিল কেরলে। ৩৫ বছর বয়সী সেই ব্যক্তি দুবাই থেকে ফিরেছিলেন। তিরুবনন্তপূরমের হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করিয়েছেন। ইতিমধ্যেই তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এমনটাই খবর।
কার্যত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই এই সংক্রামক রোগটিকে গ্লোবাল হেলথ ইর্মাজেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ চিকিৎসকরা জানাচ্ছে, মাঙ্কিপক্সের লক্ষণগুলি সাধারণত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি থেকে শুরু হয়। এই রোগে আক্রান্ত হলে সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এবং সংক্রমণের পাঁচ থেকে ২১ দিনের মধ্যে যে কোনও জায়গায় উপসর্গ দেখা দিতে পারে। একবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে জ্বর হলে, প্রথমে বসন্ত রোগের মতোই একটি দুটি করে গুটি দেখা যায় শরীরে। এক থেকে তিন দিন পর তা সারা শরীরে ছড়িয়ে পড়ে৷ বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে৷