আয়ুষ মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছিলো এইবার থেকে সার্জারি করার ছাড়পত্র পাবেন আয়ুর্বেদিক চিকিৎসকরা। তার জেরেই শুক্রবার দেশজুড়ে ধর্মঘট-কর্মবিরতিতে সামিল হলেন ১০ লক্ষ চিকিৎসক। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকা এই ধর্মঘটে কর্মবিরতি থাকলেও এমার্জেন্সি এবং কোভিডের চিকিৎসা চলেছে সর্বত্র। গতমাসেই বিজ্ঞপ্তি দিয়ে জানায় যারা আয়ুষ চিকিৎসায় স্নাতকোত্তর পাস করেছে তারা ৩৯টি জেনারেল সার্জারি ও ১৯টি ইএনটি সার্জারি করতে পারবে।
সরকারের সিদ্ধান্তের ফলে স্বাস্থ্যপেশার গুরুত্ব লঘু হয়ে গিয়েছে অভিযোগ এনে প্রতিবাদ শুরু করেন চিকিৎসক সংগঠন। তারই কর্মসূচিতে আজকের এই ধর্মঘট। যদিও এইদিনই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ৮ঘণ্টার বদলে ১২ ঘণ্টা ডিউটি করেছেন আয়ুর্বেদিক চিকিৎসকরা। সার্জারিও করেছেন এইদিন।