দেশজুড়ে চলছে ব্যাঙ্ক ধর্মঘট। ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে টানা দু’দিন ধরে ধর্মঘট পালন করছে ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন’। তবে ধর্মঘটের দ্বিতীয় দিনেই কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যাঙ্ক বেসরকারিকরণ ইস্যুতে মুখ খুলে তিনি বলেন, ‘‘সব ব্যাঙ্ক বেসরকারিকরণ হবে না। যে সব ক্ষেত্রে বেসরকারিকরণ হবে, সেখানে ব্যাঙ্ককর্মীদের স্বার্থরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।’’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানিয়েছেন, "ব্যাঙ্ক কর্মীদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোনও পদক্ষেপ কেন্দ্র করবে না। বেতন, পেনশনের মতো বিষয়গুলি সুরক্ষিত থাকবে। সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সব দিক পর্যালোচনা করেই বেসরকারিকরণ সংক্রান্ত পদক্ষেপ করা হবে।’’
যদিও এ প্রসঙ্গে ব্যাঙ্ক কর্মীদের দাবি, অবিলম্বে বেসরকারিকরণ বন্ধ করতে হবে, এরই সঙ্গে কর্মীদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, বাজেট পেশের সময় দুটি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন। আর সেই জন্যই ব্যাঙ্কিং ক্ষেত্রের সংস্কার এবং বেসরকারিকরণের কেন্দ্রীয় পদক্ষেপের বিরোধিতায় সোম এবং মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মচারীদের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন’ (ইউএফবিইউ) ব্যাঙ্ক ধর্মঘট পালন করেছে। দেশের ১০ লক্ষেরও বেশি ব্যাঙ্ক কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন। কাজেই এই দু'দিন বন্ধ ছিল ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা।