শিয়রে বখরি ঈদ। আর তার মাঝেই নয়া নির্দেশিকা জারি করল উত্তর প্রদেশ সরকার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আসন্ন বখরি ঈদে একত্রে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করল উত্তর প্রদেশ সরকার। একই সঙ্গে জনসমখ্যে পশুবলিতেও নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার।
সোমবার সকালেই আমলাদের সাথে কোভিড পরিস্থিতি সম্পর্কীয় আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি এই উৎসবে যাতে কোনো বিপত্তি বা বিভ্রান্তি সৃষ্টি না হয় তা নিয়েও আমলাদের সচেতন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তবে জনসমখ্যে পশুবলিতে নিষেধাজ্ঞা জারি করলেও ব্যক্তিগত স্থানে পশুবলিতে নিষেধাজ্ঞা নেই বলেই জানান এক আধিকারিক। উৎসব পরবর্তী স্বচ্ছতাতেও কোনো ত্রুটি রাখতে চায় না সরকার, এমনই মত উক্ত আধিকারিকের।