সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি দেশজুড়ে হাইওয়ে তৈরি এবং সম্প্রসারণ সম্বন্ধে একটি চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে ২০২০-২১ অর্থবর্ষে গোটা দেশজুড়ে হাইওয়ে তৈরিতে প্রভূত উন্নতি হয়েছে। করোনা ভাইরাস প্যান্ডেমিক থাকা সত্ত্বেও এক বছরে ভারতে ১৩০০০ কিলোমিটার হাইওয়ে তৈরি হয়েছে। তিনি কাজের ভূয়শী প্রশংসা করে বলেছেন, "দেশজুড়ে ন্যাশনাল হাইওয়ে তৈরিতে প্রভূত উন্নতি হয়েছে। হিসাব করে দেখা গিয়েছে প্রায় প্রতিদিন ভারতে ৩৭ কিলোমিটার হাইওয়ে তৈরি হয়। এছাড়া সবচেয়ে বড় কথা এই কাজ হয়েছে করোনা ভাইরাস প্যানডেমিকের মাঝে।" সেইসাথে তিনি আরও বলেছেন, "ভারত ছাড়া অন্য কোন দেশে এত দ্রুত গতিতে হাইওয়ে তৈরীর কাজ হয় না।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত সাত বছরে দেশজুড়ে হাইওয়ের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ভারতজুড়ে ৯১২৮৭ কিলোমিটার হাইওয়ে ছিল এখন সেই জায়গায় হাইওয়ের মোট পরিমাণ দাড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৬২৫ কিলোমিটার। এছাড়াও হাইওয়ে তৈরির কাজে বাজেট বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৫-২০২০ সালের মধ্যে হাইওয়ে তৈরীর জন্য কেন্দ্রীয় সরকার ১৮৩১০১ কোটি টাকা বিনিয়োগ করেছে।