আগামী ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। আর এই দিনটিকে চিরতরে স্মরণীয় করে রাখতে নতুন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে ২৩শে জানুয়ারি দিনটিকে গোটা দেশজুড়ে 'পরাক্রম দিবস' হিসাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। দেশ পেরিয়ে এই দিনটি উদযাপিত হবে বিদেশের ভূমিতেও।
প্রসঙ্গত উল্লেখ্য, বহু আগে থেকেই এই দিনটিকে বিশেষভাবে মর্যাদা দিতে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নভেম্বরেই এই মর্মে একটি চিঠিও দেন তিঁনি। তবে ২৩শে জানুয়ারি 'পরাক্রম দিবস' হিসেবে শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়ে বিস্তৃত হবে দেশনায়ক স্বাধীনতা সংগ্রামী নেতাজির মাহাত্ম্য, এমনটাই ঘোষিত হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দফতর থেকে। ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্ম নেওয়া ছোট্ট সুবির ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে বাংলার বুকে নানাবিধ কর্মপরিকল্পনা থাকবে রাজনৈতিক মহলে। ভিক্টোরিয়া ও গ্রন্থাগারের অনুষ্ঠানে যোগ দিতে ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরে আসবেন বলেই সূত্রের খবর। এছাড়াও বঙ্গ বিজেপি ও বাংলার শাসকদলেরও নানা অনুষ্ঠানে ধরা দেবে নেতাজি ও দেশপ্রেম প্রসঙ্গ।