গালওয়ান উপত্যকায় সংঘর্ষের রেশ এখনো কাটেনি, এরই মাঝে আবারও কি জল্পনা বাড়াচ্ছে চীন? বুম-লা গিরিপথ যা চীনেরই অন্তর্গত এবং অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তের খুবই কাছে, উপগ্রহ চিত্রে দেখা গেল সেখানেই তিনটি গ্রাম তৈরি করেছে চীন।
ভারত সীমান্তবর্তী প্রতিটা অঞ্চলে সৈনিক সংখ্যা বৃদ্ধি, নেপাল ভুটান এর বিভিন্ন অঞ্চল ব্যবহার করে বিল্ডিং তৈরি, ক্ষেপনাস্ত্রের শক্তি বৃদ্ধি থেকে নতুন নতুন রাস্তা বৃদ্ধি এসবেই ব্যাস্ত রয়েছে চীন। ভুটানের জমি ব্যবহার করে গ্রাম তৈরি করায় তাদের সাথেও বিবাদে জড়িয়েছে চীন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেখা যায় বু-মলা গিরিপথের পাঁচ কিলোমিটারের মধ্যেই বেশকিছু বাড়ি নির্মাণ করেছে তারা। তবে এত দ্রুত পরপর তিনটি গ্রাম তৈরি করে ফেলায় উদ্বিগ্ন কূটনৈতিক মহল।
চীনের কার্যকলাপ সংক্রান্ত বিশেষজ্ঞ বহ্ম চেল্লানির মতে হান-চাইনিজ ও তিব্বতীদের যৌথ সহায়তায় অরুণাচল প্রদেশের সীমান্তে অশান্তি সৃষ্টি করে আবারো চাপ বাড়াতে চাইছে শি জিনপিং সরকার।